ফিটনেস না থাকলে গাড়িতে জ্বালানি নয়: হাই কোর্ট

পপুলার২৪নিউজ  প্রতিবেদক:

ফিটনেসবিহীন গাড়িতে তেল-গ্যাস-পেট্রোলসহ সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও পুলিশের প্রতিবেদন নিয়ে শুনানি শেষে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
আইনজীবী মঈন বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত।

লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন করেনি এমন ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়িকে দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে গত ২৩ জুলাই নির্দেশ দেয় হাই কোর্ট।

ওই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিআরটিএ ও পুলিশের মহাপরিদর্শকের দেওয়া প্রতিবেদন বলা হয়, ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ির মধ্যে গত দুই (১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর‌্যন্ত) মাসে ফিটনেস নবায়ন করেছে ৮৯ হাজার ২৬৯টি গাড়ি।

পূর্ববর্তী নিবন্ধব্রিটেনে ট্রাক কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে