চট্টগ্রাম মহানগরীর জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নির্ভাপণে কাজ করছে। ১৯ অক্টোবর ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তি জালালাবাদ মার্কেটে ছড়িয়ে পড়ে। দুটি মার্কেট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) মো. জসীম উদ্দীন। জানান, আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন , কি ভাবে লেগেছে তা এখনো বলা যাচ্ছেনা, ধারনা করা হচ্ছে বৈদ্যতিক শটসার্কিটের কারনে আগুন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। আগুন নির্বাপণে অংশ নিয়েছে – আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশন। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর সকাল পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, এই বিশাল মার্কেটে বিভিন্ন কাপড়ের দোকান ও গোডাউন ছাড়াও দাহ্য বস্তু রয়েছে।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল জানান, আগুনে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও কাপড়ের গোডাউন পুড়ে গিয়েছে ব্যবসায়ীরাদের বিশাল ক্ষতি হয়েছে । আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে আজ শনিবার মার্কেট বন্ধ থাকবে বলে জানান।