মুজিব উল্ল্যাহ্ তুষার :
পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং নিয়োগ বিধি
দ্রুত বাস্তবায়ন ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীতে পদমর্যাদা নামিয়ে দেওয়া
প্রতিবাদে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা পরিবার কল্যাণ সহকারীরা (১৭ অক্টোবর)
বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে উপজেলা
পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি ফৌজিয়া খানমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক
মিতা বড়ুয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার কল্যাণ সহকারী কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক মেজেরুন নেছা, প্রধান অতিথি বলেন বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর
কন্যার হাত দরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনি এক কালো থাবা আমাদের কে
পিছনে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের ন্যায পাওনা প্রধান মন্ত্রীর বরাবরে জানাতে
চাই। সারা বাংলাদের প্রতিট ঘরে ঘরে কাজ করছি ডিজিটাল বাংলাদেশ গড়ার, সে খানে
আজ সরকার আমাদেরকে নিয়ে যে খেলায় মেতে উঠেছে তা আমরা পরিবার কল্যাণ সহকারীরা
কখনও মেনে নিতে পারিনা।সরকার আমাদের কে ৩য় শ্রেণীতে ফিরিয়ে না দিলে আমরা সারা
দেশের পরিবার কল্যান সহকারীরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবো।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী আমেনা বেগম,বাসনা
চক্রবর্তী, শারমিন আক্তার, লাকী সহ উপজেলার সকল পরিবার কল্যান সহকারীরা
উপস্থিত ছিলেন। দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা
করা হবে।