নিজেকে সফল মডেল হিসাবে তৈরি করতে চাই: হাবিবা

  • বিনোদন ডেস্ক : দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক সমৃদ্ধ। এই ইন্ডাস্ট্রিতে মডেলেরও কমতি নেই। ফ্যাশন, মডেলিং, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, মঞ্চনাটক কিংবা টেলিভিশন কমার্শিয়ালের অধিকাংশ কাজ ঢাকা কেন্দ্রিক হলেও ফ্যাশন মডেলিংয়ের ক্ষেত্রে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামও ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রামেও কিছু কিছু প্রতিভাবান মডেল নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। চট্টগ্রামে এমন কিছু মডেল ইতোমধ্যে তৈরি হয়েছেন যারা আকর্ষণীয় অবয়বের পাশাপাশি সৌন্দর্য্যরে মাপকাঠিতেও নিজেদের আলাদাভাবে উপস্থাপন করেছেন। তাদের মধ্যে অন্যতম চট্টগ্রামের মেয়ে উম্মে হাবিবা ।

 

 

ছোটবেলা থেকেই স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারণা শুরু। শৈশব-কৈশোরেই নাটক, অভিনয়, আবৃত্তিসহ নানা সংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হন হাবিা। তবে অভিনয়ের প্রতি বেশি টান অনুভব করেন এই অভিনেত্রী। বেশ কিছু আলোচিত মঞ্চনাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

 

 

পাশাপাশি মডেলিং করেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন হাবিবা। মডেল হিসেবে অভিনয় করেছেন একাধিক বিজ্ঞাপনে। মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন হাবিবা। ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে হাবিবা বলেন, ‘মঞ্চ নাটক আমার ভালোবাসার জায়গা। তবে ক্যারিয়ার হিসেবে মডেলিং বেছে নিয়েছি। এজন্য সফল মডেল হিসেবে নিজেকে তৈরি করতে চাই। টেলিভিশন কমার্শিয়াল, প্রোডাক্ট ব্র্যান্ডিংসহ যেকোনো ধরনের প্রমোশনাল বিজ্ঞাপনেও কাজ করতে চাই।’

 

 

দেশের মডেল ইন্ডাস্ট্রির সব সুযোগ সুবিধা কেবলই ঢাকা কেন্দ্রিক। চট্টগ্রামে অনেক প্রতিভাবান মডেল থাকলেও যোগ্যতা প্রমাণের সুযোগ কম পাচ্ছেন তারা। এ প্রসঙ্গে হাবিবা বলেন, ‘সুযোগ পেলে আমরাও নিজেদের উপস্থাপন করতে পারব দেশের সাংস্কৃতিক অঙ্গনে।’

পূর্ববর্তী নিবন্ধবড়পুকুরিয়া কয়লাখনির সাবেক ৭ এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তী নিবন্ধসন্ত্রাস ও দুর্নীতিবাজদের কোন ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী