আবরার হত্যার চার্জশিট নভেম্বরের প্রথম সপ্তাহে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নভেম্বরের ১ম সপ্তাহে চার্জশিট দাখিল করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ অক্টোবর) রাতে ডিএমপির মুখপত্র ডিএমপি নিউজে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ডিএমপি এ পর্যন্ত ১৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে ইফতি মোশাররফ সকাল, মো. মেফতাহুল ইসলাম জিওন, মো. অনিক সরকার ও মো. মুজাহিদুর রহমান মুজাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে কারাগারে রয়েছেন।

এদিকে মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও ইসতিয়াক আহম্মেদ মুন্নাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার পর্যন্ত ডিবি কার্যালয়ে নয় জন রিমান্ডে আছে।

এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব বলেন, আলোচিত এই মামলার বিশেষজ্ঞের মতামত গ্রহণ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ সম্পন্ন করে নভেম্বরের ১ম সপ্তাহের মধ্যে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।

উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক কুমিল্লা জোনের উদ্যোগে “রিস্ক বেজড শরী‘আহ অডিট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধ : গাইবান্ধার ৫ জনের রায় মঙ্গলবার