সীতাকুণ্ড ডাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধেই চলছে সিএনজি

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ
কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ যান চলাচল। ২০১৬ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের জারি করা নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি এসব যান চলাচল। নিষেধজ্ঞাকে রীতিমত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন চলছে মহাসড়কে এসব অবৈধ যান।

পুলিশের সাথে মাসোহারার বিনিময়ে কিছু ড্রাইভার এসব অবৈধ গাড়ি চালাচ্ছেন বলে জানান তারা। সিএনজি চালক জালাল বলেন, মহাসড়কটিতে তিনি অবাধেই সিএনজি চালাচ্ছেন। কোথাও কোন পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের কেউ তাকে বাধা দেয় না। পুলিশকে মাসোহারা দিয়েইতো গাড়ি চালাতে হয়। সরেজমিন দেখা যায়, কিছুক্ষণ পর পর একটি-দুটি করে সিএনজি অটোরিকশা সীতাকুণ্ড সদর থেকে মহাসড়ক হয়ে বাড়বকুণ্ড এলাকায় যাতায়াত করছে। কিছু গাড়ি কুমিরা পর্যন্তও চলাচল করছে। বাড়বকুণ্ড থেকে সীতাকুণ্ড সদর পর্যন্ত অবাধে চলছে সিএনজি অটো রিক্সা। গাড়িগুলো এমন বিনা বাধাঁয় চলছে দেখলে মনে হয়না গাড়িগুলো চলাচলে নিষেধাজ্ঞা আছে। প্রায় ৪৫ মিনিট সময়ে অন্তত ১৮-২০টি সিএনজি অটোরিকশা চলতে দেখা যায়। বেশিরভাগ সিএনজি অটোরিকশার কোনো নম্বর প্লেট নেই। আবার নিয়ম না মেনে উল্টো পথে চলছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
পরবর্তী নিবন্ধকাউন্সিলর মিজান ৭ দিনের রিমান্ডে