দ্বিপাক্ষিক বৈঠকে হাসিনা-মোদি

ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক চলছে।

শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছু পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের শীর্ষ নেতার বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে দুই সরকারপ্রধানের আলোচনা হবে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো অনন্য উচ্চতায় যাবে বলে আভাস দিয়েছেন কূটনীতি বিশ্লেষকরা।

জানা গেছে, হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে। সেখানেও নেতৃত্বে দেবেন দুই দেশের সরকারপ্রধান। সেখানে ৩টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো – রাজধানীর টিকাটুলি ইত্তেফাক মোড়ের নিকটবর্তী রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ বিদ্যার্থী ভবন, খুলনায় নির্মিত বাংলাদেশ ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইজিইভি)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।


শনিবার সকালে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল তাজমানসিং রোডের হোটেল তাজমহলে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

এরপর তিনি যান হায়দ্রাবাদ হাউসে। সেখানে বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে তাকে উষ্ণ অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিন দুপুর ১টায় ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে হায়দ্রাবাদ হাউসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ভারতের রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় বৈঠক করবেন।

দিনের শেষ কর্মসূচি বিকেল ৫টায় হোটেল তাজমহলে ঠাকুর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে ঠাকুর শান্তি পুরস্কার দেওয়া হবে।

সফরের শেষ দিন রোববার (৬ অক্টোবর) সকাল ৯টায় প্রধানমন্ত্রীর আবাসস্থল তাজমহলে দেখা করবেন ভারতীয় চলচ্চিত্র পরিচালম শ্যাম বেনেগাল। এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

এরমধ্য দিয়ে শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর। ওই দিন রাত ৮টায় বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০৩৩) যোগে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন তিনি। রাত ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘ভারতে এলপিজি রফতানির সিদ্ধান্ত বাণিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করবে’