ইতালিতে শিশুকে মারধরের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইতালিতে শিশুকে মারধর করার অভিযোগে শাহাদাত হোসেন নামে (২৩) এক বাংলাদেশি ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

পাদোভা অঞ্চলের জাকোপো রোডে অ্যাসোসিয়েশন বাংলাদেশ কালচারাল সেন্টারে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে, শাহাদাত পাদোভা বাংলাদেশ কালচারাল সেন্টার মস‌জি‌দে শিশু‌দের কোরআন শিক্ষা দিতেন। পাঁচ থেকে ১০ বছরের শিশু‌দের পড়ানোর সময় মারধর ও অপমান করার অভিযোগে ইতালি পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় পুলিশ জানায়, শিশু নির্যাতনের ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনার আগে শাহাদাতের স্টে-পারমিটের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

প্রসঙ্গত ইতালিতে ১৮ বছরের নিচে যেকোনো শিশুকে মারধর করা অপরাধ বলে গণ্য করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপূজায় নাশকতার আশঙ্কা না থাকলেও সতর্ক পুলিশ
পরবর্তী নিবন্ধকমলনগরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত