চেয়ারম্যানের মারামারি মামলায় প্রফেসর সোহেল মাহমুদ কারাগারে

আলমগীর নিশান ;
এবার পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপনের করা মারামারির পাল্টা মামলায় কারাগারে গেলেন লর্ডস ইন হোটেলের ডাইরেক্টর ও
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর আবু সোহেল মাহমুদ।
প্রফেসর আবু সোহেল মাহমুদ চটগ্রাম নগরস্থ বাকলিয়ার ইঞ্জিনিয়ার আবুল কালামের পুত্র।
২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রফেসর আবু সোহেল মাহমুদ আদালতে জামিন নিতে গেলে চট্টগ্রাম মেট্টোপলিটল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিউদ্দীন মুরাদ তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট খোরশেদ সিকদার জানান, চেয়ারম্যান একেএক সারোয়ার হোসেন স্বপনের করা আকবর শাহ থানার মারামারির মামলায় আসামী প্রফেসর আবু সোহেল মাহমুদ আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলে প্রেরন করেন।
উল্লেখ্য যে, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর আবু সোহেল মাহমুদের করা একটি মামলায় গত ২৮ শে আগষ্ট জেলে যান পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন।
পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ইভটিজারকে পুলিশে দিল জনতা 
পরবর্তী নিবন্ধচবিতে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি