প্রবর্তক মোড়ের নতুন নাম ‘আইয়ুব বাচ্চু চত্ত্বর এবং উদ্বোধন করা হল’রুপালী গিটার’

রাজু চৌধুরী: গিটারকে ভালোবেসে ‘আইয়ুব বাচ্চু’ প্রকাশ করে গিয়েছেন দেশের প্রতি ভালোবাসা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিটি মেয়র আজম নাছির উদ্দীন দেশের প্রতি তাঁর  ভালোবাসার প্রতিদান স্বরুপ উদ্বোধন করেন সেই ‘রুপালী গিটার’। এছাড়া প্রর্বতক মোড়ের নতুন নাম করা হয়েছে “আইয়ুব বাচ্চু চত্ত্বর। উদ্বোধনকালে আইয়ুব বাচ্চু চত্ত্বরের আশপাশ ভরে ওঠে তার ভক্তদের উপস্থিতিতে। এসময় সিটি মেয়র আজম নাছির উদ্দীন বলেন,  জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হলো এই রূপালী গিটার। জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখার অনুরোধ করে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, এভাবেই প্রত্যেককে দেশ এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর সহোদর ইরফান ছট্টু, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, চসিক প্রধান কর্মকর্তা শামসুদ্দোহা এবং প্রকল্প বাস্তবায়ন সংস্থা স্ক্রিপট অডিওস ইন্ক এর কর্মকর্তাগণ। উল্লেখ্য, এই গিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। পুরো অর্থের জোগান হয়েছে আউট সোর্সিংয়ের মাধ্যমে। এ প্রকল্পের আওতায় রয়েছে সড়কের বিউটিফিকেশন, ওয়াকওয়ে নির্মাণ, দেয়ালে ম্যুরাল ও সবুজায়ন। সিটি কর্পোরেশনের সঙ্গে দুটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার কারও কথা শোনে না : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ