জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হাল ধরার চেষ্টা করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। খেলেছিলেন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস।

তবুও তাকে দল থেকে বাদ দেয়ার জন্য দাবি উঠেছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন তার ওপর। অবশেষে সেই আস্থার প্রতিদান আরও একবার দিলেন দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিযামে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ব্যাটে ভর করেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ১১, লিটন ৩৮, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফ ৬*, আমিনুল ০*; এনডিলোভু ৩-০-৩২-০, জার্ভিস ৪-০-৩২-৩, এমপোফু ৪-০-৪২-২, উইলিয়ামস ৪-০-২৬-০, বার্ল ১-০-১৩-১, মাতুমবদজি ৩-০-১৭-১, মাদজিভা ১-০-১০-০)

ফুলটসে ফিরলেন মোসাদ্দেকও

পরপর দুই বলে উইকেট পেলেন কাইল জার্ভিস। দুটি ফুল টসে ক্যাচ দিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

সীমানায় রেজিস চাকাবভার হাতে ধরা পড়েন মোসাদ্দেক। ৩ বলে এই মিডল অর্ডার ব্যাটসম্যান করেন ২ রান।

ফুলটসে ফিরলেন মাহমুদউল্লাহ

ফুলটস বলে টাইমিং করতে পারলেন না মাহমুদউল্লাহ। ঝড় তুলে ফিরলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।

৪১ বলে পাঁচ ছক্কা ও ১ চারে ৬২ রান করেন মাহমুদউল্লাহ।

দ্রুত ফিরলেন আফিফ

যে সময় নেমেছেন তখন প্রতি বলই মারতে হবে। মারার চেষ্টাতেই ছিলেন আফিফ হোসেন। খুব একটা টাইমিং পাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ফিরে গেলেন কট বিহাইন্ড হয়ে।

ক্রিস এমপোফুর স্লোয়ার বুঝতে পারেননি আফিফ। জায়গা করে নিয়ে মারার চেষ্টায় ধরা পড়েন ব্রেন্ডন টেইলরের গ্লাভসে।

১৯ ওভারে বাংলাদেশের স্কোর ১৬৫/৬। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মোসাদ্দেক হোসেন।

ছক্কায় মাহমুদউল্লাহর ফিফটি

ক্রিজে নেমে প্রথম বলেই হাঁকিয়েছিলেন ছক্কা। এরপর একটু শান্ত ছিলেন। পরে আবার শট খেলতে শুরু করেছেন। ঝড় তুলে অভিজ্ঞ এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন ফিফটি।

৩৭ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। এই সময়ে তার ব্যাট থেকে আসে চারটি ছক্কা ও একটি চার। 

জুটি গড়ে ফিরলেন মুশফিক

দলকে বড় সংগ্রহের পথে রেখে ফিরলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই কিপার ব্যাটসম্যান ধরা পড়লেন ব্রেন্ডন টেইলরের গ্লাভসে।

রিচমন্ড মুতুমবদজিকে সুইপ করতে চেয়েছিলেন মুশফিক। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমান টেইলর। ভাঙে ৭৮ রানের জুটি।

২৬ বলে তিন চার ও এক ছক্কায় ৩২ রান করেন মুশফিক। ১৭ ওভারে বাংলাদেশের স্কোর ১৪৬/৪। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী আফিফ হোসেন।

মুশফিক-মাহমুদউল্লাহর ফিফটি জুটি

দ্রুত ৩ উইকেট হারানোর পর দলকে টানছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। বাংলাদেশকে উপহার দিয়েছেন ইনিংসে প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি।

৩৯ বলে পঞ্চাশ স্পর্শ করে দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের জুটির রান।

১৪ ওভারে বাংলাদেশের স্কোর ১২১/৩। মুশফিক ২২ ও মাহমুদউল্লাহ ৩৪ রানে ব্যাট করছেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রসহ যুবলীগ নেতা খালেদ আটক
পরবর্তী নিবন্ধচবিতে শিক্ষকদের অপসারণ দাবিতে অনশন করেছে সাবেক ছাত্রলীগ নেতা