রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

রাজবাড়ীর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহিম (৩৮)।

পুলিশের দাবি, নিহত রহিম ডাকাত দলের সর্দার। তিনি ঝিনাইদহ সদর থানার এসআই মিরাজ হত্যা মামলাসহ ৯ মামলার আসামি। রহিম উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমতের ছেলে।

রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে রহিম ডাকাতকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করেন।

ওই দিন রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারে তাকে নিয়ে পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় যায়। সেই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাত গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

রহিম ডাকাত দলের সর্দার ছিলেন। ২০১১ সালের ঝিনাইদহ সদর থানার এসআই মিরাজকে হত্যা করেন রহিম। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৭
পরবর্তী নিবন্ধসৌদির তেলক্ষেত্রে হামলা, তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি