পপুলার২৪নিউজ প্রতিবেদক:
অবশেষে রাষ্ট্রীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ ও শেষ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ (বিজি-৫০০৪) শনিবার দেশে পৌঁছাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকালে নতুন এ উড়োজাহাজ রাজহংসের উদ্বোধন করবেন।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকাল পৌনে ৪টায় রাজহংস দেশে এসে পৌঁছাবে। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকাল ৪টায় রাজহংসের উদ্বোধন করবেন। বিমান সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় রাজহংস ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বাংলাদেশ সময় শনিবার বিকাল পৌনে ৪টায় পৌঁছার কথা রয়েছে।
এর আগে রাডারের কারিগরি ত্রুটি সারানোর পর বিমানের কাছে রাজহংসকে হস্তান্তর করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ছাড়পত্রসহ চাবি বুঝিয়ে দেয় সংস্থাটি।
বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলামের হাতে রাজহংসের মালিকানা হস্তান্তরসহ চাবি বুঝিয়ে দেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার।
এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িং সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার ‘রাজহংস’ দেশে আসার কথা ছিল। কিন্তু রাডারে ত্রুটির জন্য সেদিন আর আনা যায়নি রাজহংসকে। তবে নির্মাতা প্রতিষ্ঠান এ ত্রুটি সারাতে ৪৮ ঘণ্টা সময় চায়।
যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে রাজহংসকে আনতে যাওয়া বিমানের সিনিয়র পাইলট ও ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোহেল চৌধুরী শনিবার নির্ধারিত সময়ে রাজহংস নিয়ে ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ইতিমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এগুলো হল- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। এর আগে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ ইআরের নামও প্রধানমন্ত্রীর দেয়া যথা- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত এবং ময়ূরপঙ্খী।