গোপালগঞ্জে হাজারো মানুষকে আনন্দ দিলেন ভারতের কন্ঠশিল্পী সোনালী রায়

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ীতে হাজারো মানুষের মন মাতালেন ভারতের কন্ঠশিল্পী সোনালী রায় ও প্রলয় ঘোষাল। শুক্রবার গভীর রাত পর্যন্ত এ গান অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ২৮৯ তম আবির্ভাব দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জ লোকনাথ সেবক সংঘ কেন্দ্রীয় কালী বাড়ীতে তিন দিনব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত বৃহস্পতিবার থেকে শুরু করে চলে শনিবার গভীর রাত পর্যন্ত।

ভারতের এই দুই শিল্পী এদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ীর ময়দানের মাঝখানে বানানো মঞ্চে তাদেও মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। হিন্দু ধর্মের মানুষ ছাড়াও গোপালগঞ্জের বিভিন্ন ধর্মের মানুষ মন্ত্র-মুগ্ধের মতো নির্ঘুম রাত জেগে তাদের গান উপভোগ করেন। ফলে অনুষ্ঠানটি সার্বজনীন রুপ নেয়। শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর আত্মজীবনী তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আয়োজক সংগঠনের সভাপতি কিশোর কৃষ্ণ চন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকার স্বামী বাগ লোকনাথ আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, সহ-সভাপতি রবীন মুখার্জী, যুগ্ম সম্পাদক মনোজ কুমার রায়, গোপালগঞ্জের লোকনাথ কমিটির উপদেষ্টা মৃণাল কান্তি রায় চৌধুরী প্রমূখ।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা