২০৫ রানে অলআউট বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে নতুন দিনে কতদূর যান টাইগাররা, সেটাই ছিল দেখার বিষয়। তবে খুব বেশিদূর যেতে পারলেন না তারা। দিনের শুরুতেই গুঁড়িয়ে গেলেন সাকিব বাহিনী। ২০৫ রানে অলআউট হয়েছেন তারা। ফলে প্রথম ইনিংসে আফগানিস্তানের চেয়ে ১৩৭ রানে পিছিয়ে রইল স্বাগতিকরা।

শনিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ৪৪ এবং তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে শুরুতেই ধাক্কা খান স্বাগতিকরা। ব্যক্তিগত স্কোরে কোনো রান যোগ করার আগেই ফেরেন তাইজুল। তাকে পরিষ্কার বোল্ড করেন মোহাম্মদ নবী।

সেই জের না কাটতেই প্যাভিলিয়নে ফেরেন নাঈম হাসান। তাকে তুলে নেন রশিদ খান। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৭ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। আফগানদের হয়ে ৫ উইকেট নেন রশিদ। ৩ উইকেট দখলে নেন নবী।

পূর্ববর্তী নিবন্ধ“এবার শেখ কামাল গোল্ড কাপ টি-২০ খেলতে যাচ্ছে আইডিয়াল”
পরবর্তী নিবন্ধকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফের আগুন