মুকসুদপুরে ডাকাত সরদার গিয়াস পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

মাদারীপুর র‌্যাব-৮ এর সদস্যরা গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সরদার গিয়াস শেখকে (৩৫) বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, ও ইয়াবাসহ গ্রেফতার করেছে । ডাকাত গিয়াস শেখ উপজেলার চর বাহারা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে ।
র‌্যাব-৮ শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিং করে জানান, র‌্যাব-সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় মুকসুদপুর উপজেলার চর বাহারা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাস, ডাকাত দলের সরদার ও ইয়াবা ব্যবসায়ী গিয়াস শেখকে (৩৫) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ হাতেনাতে আটক করে । এসময় তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৩রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, একটি ধারালো বড় ছোরা ও ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে । র‌্যাব আরো জানায়, ডাকাত গিয়াস শেখ দীর্ঘদিন যাবত মুকসুদপুর উপজেলাসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী, ডাকাতি, ও ইয়াবা ব্যবসা করে আসছে ।

 

পূর্ববর্তী নিবন্ধদেশের ক্ষদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ সর্বোচ্চ ৭৫ কোটি
পরবর্তী নিবন্ধগণধর্ষণের শিকার সেই গৃহবধূর পাশে বিএনপি