মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রো চালক নিহত

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহীবাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক জামাল শেখ (৪৫) নিহত হয়েছে। এতে ৩জন মাইক্রো যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামাল শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়া শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ফরিদপুরগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা এসএ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায় । এসময় ঘটনাস্থলেই মাইক্রো চালক জামাল শেখ (৪৫) নিহত হয়। আহত হয় মাইক্রোবাসের ৩জন যাত্রী। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধসাড়ে সাত কোটি টাকা ব্যায়ে ৩ স্থাপনা উদ্বোধন করলেন ফারুক খান এমপি
পরবর্তী নিবন্ধ‘মাসুদ রানা’কে খুঁজছে চ্যানেল আই!