রাজধানীতে বাসচাপায় নারী নিহত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের বাসের চাকায় বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক নারী বাস চাপায়নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনানির চেয়ারম্যানবাড়ি-আমতলী মূল সড়কে বাসের ধাক্কায় ফারহানা আক্তার (২৫) নামে ওই নারী নিহত হন। এ ঘটনায় কাউসার মোস্তফা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর আহত অবস্থায় দুজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারহানাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মিরপুর-১৪ ক্যান্টনমেন্ট চলাচলকারী মিনি ক্যান্টনমেন্ট পরিবহনের বাসটিকে জব্দ করা গেলেও চালকও হেল্পারকে আটক করা যায়নি। ডিএমপির ট্রাফিক উত্তরের মহাখালী জোনের সহকারি কমিশনার সুবির রঞ্জন দাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাড়ে ৯টার দিকে ক্যান্টমেন্ট ঢোকার সময় বাসটি ফুটওভার ব্রিজের ঠিক কাছেই ওই নারীসহ দুজনকে চাপা দেয়। পথচারীরা দৌঁড়ে আমতলী ট্রাফিক বক্সে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে পালিয়ে যায় বাসটির চালক। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বনানী থানা পুলিশকে খবর দেয়া হলে বাসটিকে জব্দ করে।

এ ব্যাপারে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, আহত দুজনকে হাসপাতালে নেবার পর ফারহানা নামে ওই নারীকে মৃত ঘোষণা করে। আরেকজন চিকিৎসাধীন। নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসের চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে ১০ কেজি সোনাসহ কেবিন ক্রু আটক
পরবর্তী নিবন্ধসাড়ে সাত কোটি টাকা ব্যায়ে ৩ স্থাপনা উদ্বোধন করলেন ফারুক খান এমপি