মুকসুদপুরে সরকারী রাস্তা ভেঙ্গে পাকা ভবন নির্মানের অভিযোগ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারী রাস্তা ভেঙ্গে পাকা ভবন নির্মানের অভিযোগ উঠেছে উপজেলার কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর সুজন টিকাদারের বিরুদ্ধে । অভিযুক্ত সুজন টিকাদার জানান, আপাতত কাজ বন্ধ রয়েছে । উপজেলা পরিষদ ও স্থানীয় চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবে সেই মোতাবেক পরবর্তীতে কাজ করা হবে । উপজেলা নির্বাহী অফিসারের বরাবর প্রেরিত অভিযোগে জানাযায়, মুকসুদপুর উপজেলার ১৫২ নং বিলনিশ্চিন্তপুর মৌজার ১নং খতিয়ানের ১০৬ নং দাগের জমিতে এবং নিশ্চিন্তপুর-বামনগাতী রাস্তার ইট সরিয়ে ও রাস্তা ভেঙ্গে কাশালিয়া ইউনিয়নের মেম্বর সুজন টিকাদার অবৈধভাবে পাকা ভবন নির্মানের কাজ করছে । ফলে বামনগাতী, হাজরাগাতী , কাশালিয়া, মালদিয়া মোচনাসহ ৭/৮টি গ্রামের লোকজনের চলাচলের এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসি । এ ব্যাপারে এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধতণ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন । উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী জানান, এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

 

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্টিত
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে আওয়ামীলীগ কাউন্সিল সম্পন্ন