ভারতে বিটিভির সম্প্রচার শুরু আজ থেকে

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

আজ (সোমবার) থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) -এর সম্প্রচার শুরু হচ্ছে ভারতে । রোববার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভারতে সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে।
এ উপলক্ষে আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

 

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণের পর জামিন পেলেন ফখরুলসহ বিএনপির ৮ জ্যেষ্ঠ নেতা
পরবর্তী নিবন্ধলন্ডনে ‘মেড ইন বাংলাদেশ’