সপ্তাহজুড়ে শেয়ারবাজারে বড় পতন

পপুলার২৪নিউজ ডেস্ক : ব্যাপক পতনে শেষ হয়েছে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৩৩ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১২৬ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৭০ টাকা বা ৫.৩২ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৯৬৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৩৪০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৫ কোটি ২১ লাখ ১৮ হাজার ৩৭৪ কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪১ পয়েন্ট বা ২.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট বা ২.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৩ পয়েন্ট এবং ১৮০০ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ৩০২টির এবং ৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ২০৯ কোটি ৮১ লাখ ৭৭ হাজার ৪৫২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৪ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৭৪৮ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৬৫ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা বা ৪৫.৫৮ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬০ পয়েন্ট বা ২.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৭৭ পয়েন্ট বা ২৮৩.৭৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৪৩ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৪ পয়েন্ট বা ২.৯১ শতাংশ এবং সিএসআই ২৬ বা ২.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৪৫৭, ১৩ হাজার ৭৩০, ১ হাজার ৩৭ ও ১ হাজার ২৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, দর কমেছে ২৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টির।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ব্যাপক নির্যাতন চালাচ্ছে
পরবর্তী নিবন্ধ১২ বছর পর নতুন ভবনে যাচ্ছে ডিএসই