ঢাকায় পৌঁছেছেন রশিদরা

পপুলার ২৪নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রশিদ খানরা।

স্বল্প ভ্রমণ বিরতির পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে নভোয়ার এয়ারলাইনসযোগে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেয়ার কথা তাদের। বন্দরনগরীতে পৌঁছে একদিন বিশ্রাম নেবেন আফগানরা। পরে হালকা অনুশীলন করবেন।

এর পর ১-২ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন তারা। আর ৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।

বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

 

পূর্ববর্তী নিবন্ধসীতাকুন্ডে ১৬,৫৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধফখরুলকে নিজের হাত দেখতে বললেন আইনমন্ত্রী