মানিকছড়ি উপজেলা পরিষদের জায়গা দখলের মহাউৎসব

আলমগীর হোসেন,খাগড়াছড়ি:
মানিকছড়ি উপজেলা সদর ও উপজেলার সংলগ্ন ও গেইটের পাশ ধরে একের পর এক দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন একদল ভুমি দখল কারী।

মানিকছড়ি উপজেলা গেইডের পাশ থেকে বিদ্যুৎ অফিস পর্যন্ত একের পর এক উপজেলা পরিষদের জায়গা দখল করে দিব্য ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু দখলদার ব্যবসায়ীরা।
রাস্তার পর্বের পাশে সড়ক ও জনপদের জায়গাও দখল করে দিব্য ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু দখলদার ব্যবসায়ীরা।
মানিকছড়ি উপজেলা গেইডের পাশ থেকে বিদ্যুৎ অফিস পর্যন্ত একের পর এক উপজেলা পরিষদের জায়গা দখল করে দিব্য ব্যবসা পরিচালনা করছেন কিছু অসাধু দখলদার ব্যবসায়ীরা।
মো, মোজাম্মেল(হোটেল)নতুন নির্মানাধিন, মো: নুর আলম (সেনেটারী দোকান),মো: দুধমিয়া
(বেড়া নির্মান দোকান), আ: মালেক(নাসারী দোকান ব্যবসা)মো: ফজল করিম ডানু(নাসারী দোকান), ছোটন দাশ (গিরিল ওয়াকসক দোকান),ইউনুছ মিয়া(হোটেল দোকান), মো:বাদশা (সেনেটারী দোকান), মো: ছগির(লাকরীব্যবসা), মো:শাহজান(সেনেটারী দোকান)ব্যবসা পরিচালনা করে আসছেন।
জৈনক ব্যবসায়ী জানান একটি গ্রুপ আছে তাদেরকে ৩০-৫০হাজার টাকা দিলে জায়গায় দোকান ঘর নির্মান কোন বাধা খাকে না। মাসিক ভাড়া না দিলে আবার উঠিয়ে দেন ঐ গ্রুপটি।
এই ব্যপারে ব্যসায়ীরা জানান মানিকছড়ি উপজেলা পরিষদের জায়গায়র মাসিক ভাড়া দিতে হয় মানিকছড়ি উপজেলার ভুমি অফিস চেইনম্যান একরামুল হককে। অন্য দিকে অন্য ব্যবসায়ীরা জানান কেউ সাবেক উপজেলা চেয়ারম্যান ম্র্যাগ্য মারমা থেকে অনুমোতি নিয়ে দোকান ঘর উত্তোলন করে ব্যবসা পারিচালনা করছেন।
এই ব্যাপারে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ প্রতিনিধিকে জানান নতুন নির্মানাধিন দোকারঘর নির্মানে নিষেধ করা হয়েছে। পৃর্বের নির্মানাধিন দোকানঘর করে যারা ব্যবসা পরিচালনা করে আসছেন তাদের ব্যপারে কিছু দিনের মধ্য একটি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগের এক সপ্তাহ পর ফের ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে
পরবর্তী নিবন্ধ আজ আন্তর্জাতিক গুম দিবস