ছলিমপুরে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তারের ঘটনা মিথ্যে ,সীতাকুন্ডে ভৃক্তভোগীর সংবাদ সম্মেলনে

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের সলিমপুরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ চার ডাকাত
গ্রেপ্তারের ঘটনা সাজানো বলে দাবী করেছেন আটককৃত পরিবারের স্বজনরা। বৃহস্পতিবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন গ্রেপ্তারকৃত ফাহিনুল ইসলামের স্ত্রী সুমি আক্তার। তিনি দাবী করেন তার স্বামী একটি ব্রিক ফিল্ডের কর্মচারী। সেখানে নাইট ডিউটিতে থাকা অবস্থায় রাতে স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মী তাকে তুলে নিয়ে গিয়ে ডাকাতের নাটক সাজিয়ে অস্ত্র দিয়ে ডিবি পুলিশের হাতে তুলে দেয়। এসময় এসময় উপস্থিত গ্রেপ্তারকৃত মোঃ জাহাঙ্গীর আলমের মা নুর বানু ও গুলিবিদ্ধ বাবুল এর স্ত্রী মোঃ দেলোয়ারা একই অভিযোগ করে বলেন জাহাঙ্গীর, বাবুলও সলিমপুরের একটি ব্রিক ফিল্ডে চাকুরি করেন। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী হওয়ায় তাদেরকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ডাকাত সাজিয়ে চালান করা হয়েছে। তাই বিষয়টি বিবেচনার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সঙ্কট নিরসনে ‘গঠনমূলক ভূমিকা’ রাখবে চীন
পরবর্তী নিবন্ধবৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৌদ্ধদের মানববন্ধন