রংপুর মেডিকেলে শিশুর প্রাণ নিল ডেঙ্গু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম মনীষা (১২)।

বৃহস্পতিবার সকালে রমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে রমেক হাসপাতালে ডেঙ্গুজ্বরে চারজনের মৃত্যু হলো।

মনীষা দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকার মকবুল হোসেনের ছেলে।

রমেকের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান জানান, গত ২৬ আগস্ট মনীষা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৮৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যরা চিকিৎসা শেষে চলে গেলেও ২৯ রোগী এখনও চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধসালমার গানে মডেল অভিনেত্রী অহনা
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ফোন-ইন্টারনেট সংযোগ দিতে ভারতকে এইচআরডব্লিউয়ের আহ্বান