ফের কারাগারে পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন 

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপি চেয়ারম্যান এ.কে.এম সরোয়ার হোসেন স্বপন মারামারির একটি মামলায় ফের কারাগারে গেছেন।
২৮ শে আগষ্ট বুধবার চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্যাট মোঃ ওসমান গনীর আদালতে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করা হয়।
বাদীর আইনজীবি এডভোকেট সমীর চৌধুরী জানান, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর আবু সোহেল মাহমুদের দায়ের করা আকবর শাহ থানার মামলা নং-১১(৭)২০১৯ ইংরেজীর মারামারি মামলাটিতে পাইন্দং ইউপি চেয়ারম্যান এ.কে.এম সরোয়ার হোসেন স্বপন হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেয়। জামিনের সময়কাল শেষে ২৮ শে আগষ্ট বিজ্ঞ সি.এম.এম আদালতে আত্ব-সমর্পন করতে গেলে আদালত তাকেসহ আরো ২ আসামীকে জেল হাজতে প্রেরন করে।
এছাড়াও চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন চেক জালিয়াতির মামলাসহ পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক দন্ড প্রাপ্ত হয়েছেন।
পূর্ববর্তী নিবন্ধফেরিতে মৃত্যু : সেই যুগ্মসচিবসহ ৪ জনকে দায়ী করে প্রতিবেদন
পরবর্তী নিবন্ধমিন্নির জামিন হবে কি না, জানা যাবে আজ