আশুলিয়ায় তিন বাসের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও ২ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে থেমে থাকা দূরপাল্লার দুটি বাসকে অপর একটি দূরপাল্লা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই জনের নাম জাহাঙ্গীর ও জলিল এবং বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের দুটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর বেতার কেন্দ্রের সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় একই পরিবহনের আহত আরও ২ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত