মুকসুদপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কৃষি অফিস কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে চত্বর এসে আলোচনা সভায় মিলিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্ল্যা, তাপশি রানি দূর্গা, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল উপ উদ্ধবৃদ কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার বশির আহমেদ প্রমুখ। অতিথি বৃন্দ স্টল গুলো পরিদর্শন শেষে বিভিন্ন প্রকারের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। উপজেলা বন বিভাগ ফলদ বৃক্ষ মেলায় ৬টা শিক্ষা প্রতিষ্ঠান ৪ হাজার গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয়গুলো হলো সরকারী এসজে উচ্চ মডেল বিদ্যালয়, পালইট বালক উচ্চ বিদ্যালয়, টেংরাখোলা ফাজিল মাদ্রাসা, টেংরালাখোলা মডেল সরকারী প্রাথামিক বিদ্যালয়, কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নগরসুন্দরদী সরকারী প্রাথামিক বিদ্যালয়। ৩ দিন ব্যাপী মেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

 

পূর্ববর্তী নিবন্ধসাউথ বাংলা ব্যাংকের ঋণ মূল্যায়ন ও অর্থায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভারতের বাজারে ইলেকট্রনিক্স পণ্য সরবরাহে রিলায়েন্স-ওয়ালটন চুক্তি