২১ দিনে ১০২২জন রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে: ডা. শাহাদাত 

????????????????????????????????????

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার ;
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চট্টগ্রাম
মহানগর বিএনপির উদ্যোগে এবং ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর
সার্বিক সহযোগিতায় ডেঙ্গু হেল্প সেন্টার এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবার
কার্যক্রম চলছে। জনগণকে সচেতন করতে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনমূলক লিফলেট বিতরণ
কর্মসূচি অব্যাহত আছে।

বিএনপির ‘ডেঙ্গু হেল্প সেন্টার’ এর মাধ্যমে গত ২১ দিনে প্রায় ১০২২ জন রোগীর
চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই কার্যক্রম ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত
অব্যাহত থাকবে।

তিনি ২৭ আগস্ট মঙ্গলবার ডেঙ্গু হেল্প সেন্টারে চিকিৎসা সেরা প্রদান শেষে একথা
বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশের মানুষের বাকস্বাধীনতা নেই। বিএনপি
চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখে একদলীয় ভাবে দেশ
চালাচ্ছে সরকার। সরকার বিরোধী দল শূন্য দেশ চালাতে চায়। তাই বিএনপি’র হাজার
হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে চার্জ গঠন করেছে।
সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

আজ দেশ দুর্নীতি দু:শাসন ও লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে। এই দুর্নীতি-দুঃশাসন
লুটপাট থেকে দেশকে মুক্ত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির
আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।

এতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাকিল উর রশিদ,
সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, সদস্য মোঃ জাকির হোসেন, নগর যুবদলের সাংগঠনিক
সম্পাদক এমদাদুল হক বাদশা, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর
রহমান জিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দোস্ত মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি
হাজী আবুল বাশার, যুবদল নেতা মোহাম্মদ জাফর, স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন
নাহিদ প্রমুখ। এছাড়া ডেঙ্গু হেল্প সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছে সহ
মহিলা বিষয়ক সম্পাদক ডা. লুসি খান, ডা. শাহাবুদ্দিন আসিফ, ডা. সালমান মোহাম্মদ
তানভীর সহ ড্যাব নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধওষুধ খেয়েও কাটতে পারে বন্ধ্যাত্ব
পরবর্তী নিবন্ধ‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক