৪৩ কর্মী ছাঁটাই করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:

একযোগে ৪৩ কর্মী ছাঁটাই করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রত্যেকের সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে বোর্ড উল্লেখ করেছে, বাজেটে ঘাটতি থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। উপরন্তু কাজের মান বাড়ানোর উদ্দেশ্যও রয়েছে। একই সঙ্গে বোর্ডের অন্য সব কর্মীর চুক্তি পর্যালোচনা করার কথা বলেছে কর্তৃপক্ষ।

আফগান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মতে, ছাঁটাইকৃত ৪৩ কর্মী বোর্ডে অপ্রয়োজনীয়। বোর্ডের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান জিয়া-উল-হক জানিয়েছেন, বাজেটের ঘাটতি থাকায় কর্মীদের ছাঁটাই করা হয়েছে। কম লোকবল দিয়ে অধিক কাজ আদায়ের লক্ষ্যও রয়েছে।

তিনি যোগ করেন, বরখাস্ত কর্মীরা মাসিক এক মিলিয়ন ডলার বেতন পেতেন। বেঁচে যাওয়া অর্থ প্রযুক্তিগত ও দেশের ক্রিকেটের গঠনমূলক কাজে ব্যয় করা হবে।

এসিবির বিশ্বাস, এ সিদ্ধান্ত আফগানিস্তানের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনবে। উল্লেখ্য, চুক্তি বাতিল হলেও ৪৩ কর্মীর সবাই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন।

পূর্ববর্তী নিবন্ধকেন মাথায় কালো কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ধোনি?
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শ্রীলংকার ২ যুদ্ধজাহাজ