গ্রিজম্যান জাদুতে বেটিসকে উড়ালো বার্সা

চোটের কারণে মাঠে নামতে পারেননি দলের মূল তারকারা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, উসমান ডেম্বেলেকে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে। তবে তাদের অভাব বিন্দুমাত্র টের পেতে দেননি আঁতোয়া গ্রিজম্যান। এ ত্রয়ীর হয়ে গোটা মাঠ মাতিয়েছেন তিনি। তার নৈপুণ্যে রিয়াল বেটিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বেটিসকে আতিথ্য দেয় বার্সা। শুরু থেকেই অতিথিদের চেপে ধরে স্বাগতিকরা। তবে স্রোতের বিপরীতে গোল পেয়ে যায় বেটিস। ১৫ মিনিটে কোনাকুনি শটে নিশানাভেদ করে দলকে লিড এনে দেন নাবিল ফেকির।

পিছিয়ে পড়ে প্রতিপক্ষ শিবিরে আক্রমণের ঢেউ তোলে বার্সা। তবে সাফল্য আসছিল না। অবশেষে ৪১ মিনিটে সমতায় ফেরে তারা। গোলটি আসে গ্রিজম্যানের পা থেকে। দ্বিতীয়ার্ধে ফিরে ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে কাতালানরা। ৫০ মিনিটে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ফের ঠিকানায় বল পাঠান ফরাসি ফরোয়ার্ড।

৫৬ মিনিটে দুর্দান্ত প্লেসিং শটে ব্যবধান বাড়ান কার্লেস পেরেজ। চতুর্থ গোলটি করেন ডিফেন্ডার জর্ডি আলবা। বদলি নামার কিছুক্ষণ পরই স্কোরলাইন ৫-১ করেন আর্তুরো ভিদাল। তবে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান কমান লোরেন। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে বসছেন মোদি-ট্রাম্প
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতা হত্যা: অভিযুক্ত আরেক রোহিঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত