মুকসুদপুর পৌরসভার মশক নিধনে র‌্যালী ও পরিচ্ছন্নতা অভিযান

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“শেখ হাসিনার নির্দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি জনসচেতনামূলক র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসরা তাসলিমা আলী, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, তাপশি রানি দূর্গা, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, মুকসুদপুর পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন মুন্সী, জাকির হোসেন মিয়া, বাকী সরদার, সাংবাদিক সহিদুল ইসলাম সহিদ, কাজী ওহিদ, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমার গাঙচিল যেন ভালোভাবে ডানা মেলে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন পালন