মঞ্চে আবারও দুই আগন্তুক বনাম করবী ফুল

পপুলার২৪নিউজ ডেস্ক :
নাটকের দল ‘স্পেস এ্যান্ড এ্যাক্টিং রিসার্চ সেন্টার’ হাজির হচ্ছে তাদের নিয়মিত প্রযোজনা ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) প্রদর্শিত হবে নাটকটি।
এর নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশিস খন্দকার। নাটকটি শুরু হবে রাত আটটায়।
এখানে দুই আগন্তুক চরিত্রে দেখা যাবে ফরহাদ শাওন ও রাব্বীকে। আর বান্দ্রা চরিত্র নিয়ে মঞ্চে আসবেন মানিসা অর্চি।
নাটকটি প্রসঙ্গে আশিস খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেলরংয়ে একটা ছবি আঁকছিল,দু’টো লোক অন্ধকারে হেঁটে চলেছে।এই নাটকটার বীজ তখন ই আমার মাথায় এসেছে।অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে নাটকের পটভূমিটা দাঁড় করাই। তৈরি হয় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’।
আমি বিস্মিত হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনেছিলাম। ও রূপকথার গল্প থেকে এই চরিত্র দু’টোকে এঁকেছে। অদ্ভুতভাবে এই গল্প প্রাচ্য পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রুপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাই আমাদের এই ঘুণে ধরা, পঁচা গলা বাস্তবতা। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতাদের বিভিন্ন কার্যকলাপে।’
মানিসা অর্চি বলেন, ‘এই নাটকটাকে আমার কাছে দর্শন মনে হয়। প্রযুক্তির রঙিন ফাঁদে আমাদের আঁটকে যাওয়ার দৃশ্য আমি দেখতে পাই এখানে। প্রতিটি সংলাপে খুঁজে পাওয়া যায় ভাবনার খোঁড়াক। আশা করছি প্রতিবারের মত এবারেও দর্শকমুখর একটা প্রদর্শনী হবে।’

 

পূর্ববর্তী নিবন্ধধর্মের ব্যাখ্যাতেই সমস্যা তৈরি হচ্ছে : বিদ্যা বালান
পরবর্তী নিবন্ধ‘কেয়ামত’ দেখে ইসলামের পথে নায়িকা