তিস্তার পানিবণ্টন নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দু’দেশের জন্য স্বার্থরক্ষা হয় এমনটা বিবেচনায় নিয়ে অভিন্ন ৫৪টি নদীর পানিবণ্টনের বিষয়ে একটি ফর্মুলা খুঁজে বের করতে বাংলাদেশ-ভারত রাজি হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানিবণ্টন নিয়েও কথা বলেন জয়শঙ্কর। দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তার পানিবণ্টন নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানতে চাওয়া হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

জবাবে জয়শঙ্কর বলেন, ‘এ বিষয়ে আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে। এর কোনো পরিবর্তন হয়নি।’

তিস্তা নিয়ে কোনো পদক্ষেপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়নমূলক কাজে ভারতের সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, সবার সুবিধার কথা ভেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দেবে ভারত। স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে ভারত সব সময় সমর্থন দিয়ে আসছে। এ জন্য ভারত সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে রাখাইনে ভারত ২৫০টি বাড়ি হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধআসামের নাগরিকত্ব ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় : জয়শঙ্কর
পরবর্তী নিবন্ধউত্তম চর্চার প্রসারপূর্বক সামাজিক আন্দোলনই দুর্নীতি দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে: ড. সেলিম