ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড় থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে নারী যাত্রীরা পড়েছেন আরও বেশি বেকায়দায়।

রাত থেকে বৃষ্টি ও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের মূল কারণগুলোর মধ্যে রয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চাপ, অসংখ্য গাড়ি এবং রাস্তায় খানাখন্দ। ফলে ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে পুলিশের দাবি, গাড়িগুলো ধীরে ধীরে এগোচ্ছে।

এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ও সিরাজগঞ্জের হটিকুমরুল মোড় এবং নলকা সেতুতে গাড়ি টানতে না পারায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুক্রবার সকাল ১১টা ৪৮ মিনিট থেকে বন্ধ রাখা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, সিরাজগঞ্জের নলকা সেতুতে গাড়ি টানতে না পারায় টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হলে বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘলাইন হয়ে যায়। এ জন্য সেতুর পর থেকে চাপ কমাতে শুক্রবার ১১টা ৪৮ মিনিটে টোল আদায় বন্ধ রাখা হয়। এর আগেও বেলা ১১টা থেকে ১০ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতির জন্যই সরকার ডেঙ্গু মোকাবেলায় অক্ষম: রিজভী
পরবর্তী নিবন্ধপাটুরিয়া ফেরিঘাটে ১৫ কিলোমিটার যানজট