চামড়া কিনতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ১ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে


পপুলার২৪নিউজ প্রতিবেদক: ঈদুল আজহায় পশুর চামড়া কিনতে এবার বড় অঙ্কের অর্থায়ন করছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক। আগের ঋণ নবায়নসহ প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার মতো ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। এবার বড় অঙ্কের ঋণ দিচ্ছে জনতা ব্যাংক। ব্যাংকটি আগের ঋণ নবায়নসহ প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ দিচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫০ কোটি টাকার ঋণ দিচ্ছে রূপালী ব্যাংক। এছাড়া অগ্রণী ব্যাংক ১৬০ কোটি টাকা দিচ্ছে ও সোনালী ব্যাংক দিচ্ছে ৭০ কোটি টাকার ঋণ। এছাড়া নতুন-পুরনো প্রায় ২৪টি প্রতিষ্ঠান এ পাচ্ছে ঋণ । এর বাইরে বেসরকারি খাতের উত্তরা, ন্যাশনালসহ আরো কিছু ব্যাংক চামড়া খাতে ঋণ দিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জনতা ব্যাংকের এমডি মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, এবার নতুনভাবে ২০০ কোটি টাকার ঋণ দেওয়া হবে। এ ছাড়া রিনিউ হবে আরো ১ হাজার ১০০ কোটি টাকা। সব মিলিয়ে এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ দেওয়া হবে।
চমড়া খাতের বিকাশের স্বার্থে প্রতিবছরই চামড়া খাতে ঋণ দিয়ে আসছে ব্যাংকগুলো। প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন, যারা প্রতিষ্ঠিত ট্যানারি এবং ঋণ নিয়ে যথাসময়ে ফেরত দেয়, তারাই এবার ঋণ পাচ্ছে।
চামড়া ব্যবসায়ীরা জানান, বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়, তার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদে। এ সময় সংগৃহীত চামড়ার মানও ভালো হয়। কারণ কোরবানির পশুগুলো হয় স্বাস্থ্যবান ও হৃষ্টপুষ্ট। জানা যায়, ঈদুল আজহায় আড়তদারদের মাধ্যমে প্রচুর চামড়া সংগৃহ করেন ট্যানারি মালিকরা। ফলে তাঁদের বাড়তি অর্থেও প্রয়োজন হয়। তাঁদের এ চাহিদা পূরণ করে ব্যাংকগুলো।

 

 

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরি নেতাদের গ্রেফতার অসাংবিধানিক: রাহুল গান্ধী
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন