জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
সাভারের হেমায়েতপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে সালমা বেগম (৪০) নিহতের ঘটনায় এক নারীসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে নারীসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-খুলনা জেলার তেরগাদা থানার আকুলিয়া গ্রামের আবদুল হাফিজ সরদারের ছেলে শুকুর সরদার (৩০) ও শরীয়তপুরের জাজিরা থানার বায়েরটাকি গ্রামের খোরশেদ হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৫)।
এছাড়া পটুয়াখালি থেকে আটক করার পরে কাজল (৩৫) নামের নারীকে গ্রেফতার করা হয়। এর আগে, সাব্বির হোসেন (২০) এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে এ মামলায় গ্রেফতার করেছিল পুলিশ।
এর আগে গত শনিবার দুপুরে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় ছেলেধরা গুজবে সালমাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় জানান, ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ভিডিও ফুটেজ দেখে কাজল নামের এক নারীকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।