নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চাবি এখন সাকিব আল হাসানের হাতে। বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে সাকিবকে সম্মান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্মারক চাবি উপহার দেন চসিক মেয়র আ জ ম নাছির।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সংবর্ধনা শেষে মাঠে উপস্থিত খুদে ক্রিকেটাদের উদ্দেশে সাকিব বলেন, সফল হতে হলে পড়াশুনার বিকল্প নেই। নিয়মিত পড়াশুনা চালিয়ে যেতে হবে। কারণ ক্রিকেট মেধার খেলা। এখানে টিকতে হবে মেধা দিয়ে। আর শুনতে হবে বাবা-মার কথা। এটাই সাফল্যের মূলমন্ত্র।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল হাসানকে দেখতে স্টেডিয়ামে বিকাল থেকেই ভীড় জমান ভক্ত-সমর্থকরা। তাদের মধ্যে ক্রিকেট প্রশিক্ষণের বিভিন্ন একাডেমি এবং চসিক পরিচালিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি ছিল।
বিকেল সাড়ে চারটার দিকে স্টেডিয়ামে আসেন পাঞ্জাবি পরিহিত সাকিব। ভক্তদের হুড়োহুড়ি আর ব্যান্ড-বাদ্যের তালে তালে প্রবেশ করেন মাঠে। এসময় ভক্তদের সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। সংবর্ধিত অতিথিকে তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম নগরীর চাবি তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়া ক্রেস্ট দেয়া হয় সিজেকেএস ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাকিব বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। আমার টেস্ট অভিষেক হয়েছিল এখানে। চট্টগ্রামবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখাল, তাতে আমি মুগ্ধ। আশা করছি, এ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য বিভাগেও সফল খেলোয়াড়দের এরকম সম্মান দেয়া হবে।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
দল হিসেবে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাকিব। ব্যাট হাতে আট ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। নান্দনিক এ পারফরম্যান্সের সুবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিরল সম্মান দেয় সাকিব আল হাসানকে।
এর আগে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলীকে এই সম্মান জানায় বাংলাদেশ।