নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে ১৮ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের ব্যবস্থা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোট বিনিময় শুরু করবে বাংলাদেশ ব্যাংকসহ ২৮টি বাণিজ্যিক ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একই ব্যক্তি যাতে একাধিকবার নতুন টাকা নিতে না পারে সে জন্য এবারও বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে বায়োমেট্রিক বা হাতের ছাপ পদ্ধতিতে তথ্য সংরক্ষণের ভিত্তিতে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৮ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত বছরের মতো এ বছরও বায়োমেট্রিক বা হাতের ছাপ পদ্ধতিতে তথ্য সংরক্ষণের ভিত্তিতে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। মূলত দালাল রুখতেই এ ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, এবার ১০, ২০, ৫০ টাকার পাশাপাশি ১০০ টাকার নতুন নোটও বদলে নেওয়া যাবে। সে হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন কাগুজে নোট বদলে নিতে পারবেন। তবে ২ টাকা ও ৫ টাকার নতুন নোট বিনিময়ের সুযোগ রাখা হবে না।