সৌমিত্র-অপর্ণাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্রমান্বয়ে বেড়ে চলেছে ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা । দেশটির বর্তমান সরকার গঠনের পর এই অস্থিতিশীল পরিস্থিতি আরও বেড়ে গেছে। আর এরই মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সেই নির্যাতনে প্রাণও হারিয়েছে কয়েকজন।
মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের বাধ্য করা হচ্ছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বলার জন্য। এসব ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি লেখেন দেশটির ৪৯জন বুদ্ধিজীবী। যেখানে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শ্যাম বেনেগালের মতো বরেণ্য অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা।
কিন্তু এই অসহিষ্ণুতা বন্ধের দাবি করায় তোপের মুখে পড়েছেন এই বুদ্ধিজীবীরা। তাদের বিরুদ্ধে আবার সরকার দলীয় ৬১ জনের বিশিষ্ট দল উল্টো চিঠি দিয়েছেন। যেখানে আছেন কঙ্গনা রানাউত, প্রসূন যোশিদের মতো ব্যক্তিরা।
সৌমিত্র, অপর্ণা-দের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছেন এক ব্যক্তি। ওই খোলা চিঠিতে থাকা ৪৯ জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে বিহার আদালতে মামলা ঠুকেছেন সুধীর কুমার ওঁঝা নামের এক আইনজীবী।
তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নে ব্যাঘাত ঘটানো এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন ওই বিদ্বজ্জনেরা। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ করা-সহ একাধিক অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেছেন ওই আইনজীবী। পাশাপাশি তিনি এই মামলায় সাক্ষী হিসেবে কঙ্গনা রানাউত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীদের নামও উল্লেখ করেছেন। মামলার শুনানি হবে আগামী ৩ আগস্ট।
এদিকে সরকার দলীয় বিশিষ্টজনদের উল্টো চিঠির বিপরীতে মন্তব্য করেছেন অপর্ণা সেন। তিনি বলেন, মাত্র ৪৯ জন লোক চিঠি দিল, আর তাতেই দু’ দুটো প্রাণনাশের হুমকি চলে এল? এত ভয়! ইতোমধ্যেই কৌশিক সেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি পেয়েছেন অনুরাগ কাশ্যপও। হাসি পাচ্ছে আমার। তার মানে কোথাও গিয়ে তাদের আঁতে ঘা লেগেছে নিশ্চয়।

 

পূর্ববর্তী নিবন্ধএবার স্ত্রীকে নিয়ে পর্দায় আসছেন শাহরুখ
পরবর্তী নিবন্ধমিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ