মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ নির্ধারণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে প্রথম ছয়মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দ্বিতায়ার্ধের মুদ্রানীতিতে বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্র ১৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে। যা চলতি বছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫ শতাংশ কম।
সুত্রে জানা যায়, চলতি বছরের প্রথম ছয়মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৯ শতাংশ। যা গত ছয়মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংক অনেক আশা নিয়ে ১৬ দশমিক ৫০ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে ২০১৯ সালের প্রথম ছয়মাসের জন্য মদ্রানীতি ঘোষণা করেছিল।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি বছরে জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমিক ২০ শতাংশ অর্জন করার জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪ থেকে ১৫ শতাংশই যথেষ্ট। কারণ ২০১৮-১৯ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১১ দশমিক ২৯ শতাংশ হওয়ার পরও জিডিপির প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। পাশাপাশি বেসরকারি খাতের এই ঋণ প্রবৃদ্ধি মদ্রাস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ কমাতে সহায়তা করবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
এদিকে চলতি বছরের ৩০ জুলাই ঘোষিত দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নগদ জমা সংরক্ষণ হারে (সিআরআর) কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ ব্যাংক।
অর্থনীতিবিদরা বলেন, নানা কারণে দিন দিন দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে আসছে। গত ছয় বছরের সর্বনিম্ন পর্যায়ে ব্যাংকের তারল্যের টানাটানি, ঋণের উচ্চ সুদহারসহ নানা কারণে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমে নেমেছে। সুদহার বেশি হওয়ায় উদ্যোক্তা ব্যবসায়ীরা ঋণ নিতেও আগ্রহী না। মূলত এ সকল কারণেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে।

 

পূর্ববর্তী নিবন্ধ‘ছেলেধরা’ গুজবের বিষয়ে মানিকছড়ি থানা পুলিশের সচেতনতা সভা
পরবর্তী নিবন্ধসময়মতো ঋণ না পাওয়ায় ভুগছেন উদ্যোক্তারা