মেহের মামুন ( গোপালগঞ্জ ) সংবাদদাতা:
গুজবে কান দিবেন না, সন্দেহ হলে পুলিশে দিন, গনপিটুনি দিবেন না, আইন নিজের হাতে না তুলে পুলিশের হাতে সোর্পদ করবেন। পদ্মা সেতুতে মাথা লাগবে এটা নিহাতই একটা গুজব। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু কুচক্রি মহল এসব গুজব ছড়াচ্ছে। কোন ছেলে ধরা বা মেয়ে ধরা নেই এটা নেহাত একটা গুজব। আপনারা গুজবে কান দিয়ে দেশের উন্নয়নে বেঘাত না ঘটিয়ে আইন হাতে না তুলে পুলিশের হাতে দিন। রবিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সুধী সমাবেশে মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল এসপি আনোয়ার হোসেন ভুইয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি রানী দুর্গা, সরকারী এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, সাবেক মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি শহীদুল ইসলাম বেলায়েত, পৌর কাউন্সিলর জাকির হোসেন মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া প্রমুখ।
আয়োজিত কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে মুকসুদপুর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুধী সমাজ ও উপজেলার সকল ইউনিয়নে কর্মরত চৌকিদার দফাদার উপস্থিত ছিলেন। ##