একজন মাও না খেয়ে থাকবে না: কৃষিমন্ত্রী

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, একজন মাও না খেয়ে থাকবে না। কারও খাওয়ার কোনো কষ্ট হবে না।

শুক্রবার জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে যাতে আর বন্যা না হয়। মানুষ রিলিফ চায় না তারা এখন বাঁধ চায়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ দেয়া হবে। যতদিন পর্যন্ত বন্যার্ত মানুষ ঘর না ফিরবে ততদিন পর্যন্ত ত্রাণ কর্মসূচি প্রদান অব্যাহত থাকবে। কৃষকদের যে ক্ষতি হয়েছে আপনাদের চাষাবাদ ফসল করার জন্য ভর্তুকি দেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বন্যার্তদের জন্য প্রয়োজনে সবকিছু করা হবে। যা লাগবে তাই দেয়া হবে। কেউ হতাশ হবেন না।

পূর্ববর্তী নিবন্ধরেনু হত্যায় অভিযুক্ত সেই নারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধপ্রেমিকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বরিস?