৪০তম বিসিএসের প্রিলিতে পাস ২০ হাজার ২৭৭

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পাস করেছেন। আজ বৃহস্পতিবার ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ফল প্রকাশের তথ্য নিশ্চিত করে জানান, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জন পাস করেছেন। এসব প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। যার মধ্যে প্রশাসনে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনাটোরের ৫৬ মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশের নির্দেশ
পরবর্তী নিবন্ধরামপুরায় পুলিশের লাঠিচার্জ-গুলি, ওসি -এসি আহত