চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সিসি ক্যামেরা স্থাপন

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা, সর্বোপরি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজকরণের প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে নিতে এ সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়।
প্রতিষ্ঠার শুরু থেকেই ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় এ বিভাগের নানা অগ্রগতি চোখে পড়ে। পড়াশোনার মান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, ফিল্ম এন্ড ফটোগ্রাফার ক্লাব, ল্যাংগুয়েজ এন্ড ডিবেট ক্লাব ও কাঠামো এবং অবকাঠামোগত অগ্রগতিসহ সিসি ক্যামেরা যুক্ত করছে সমৃদ্ধির নতুন মাত্রা। সিসি ক্যামেরা স্থাপন এবং তা সংযোগের মাধ্যমে বিভাগের একটি নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে বলে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের ডিজিটাল ল্যাবের আধুনিক সরাঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভাগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে অফিস, ল্যাব ও সেমিনারে ১১টি ক্যামেরা চালু করা হয়েছে।’
পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক প্রভাবে নদী দখলকারী পার পাবে না: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধগুজব বন্ধে শিল্পীদের ভিডিও বার্তা