চবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত 

দোস্ত  মোহাম্মদ , চবি প্রতিনিধি:
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগিতায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন অনুষদের উদ্যোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে অভিযোগ প্রদান এবং ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টায়  বিশ্ববিদ্যালয় আইন অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহ-সভাপতি এস এম নাজির হোসাইন, আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাজেদা আক্তার এবং
ক্যাবের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ।
এস এম নাজির হোসাইন বলেন,  আমরা যারা ভোক্তা, আমাদেরকে একত্রিত হতে হবে, সচেতন হতে হবে। আইন, ব্যক্তি বা কোন সংগঠন দিয়ে এর সমাধান সম্ভব নয়। আমাদের ভয়েসকে রেইস করতে হবে। যদি দেখেন কোন দোকানে আইন বিরোধী কিছু হচ্ছে তখন কিছু না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়া। অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে অভিযোগ করা। আমাদের সমস্যা সমাধানে আমাদেরই এগিয়ে আসতে হবে।
প্রফেসর ড. সাজেদা আক্তার খাদ্যে ভেজাল বা বিষ মিশিয়ে বিক্রেতাদের সাইল্যান্ট কিলার উল্লেখ করে বলেন,  প্রতিনিয়ত সাইল্যান্ট কিলাররা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা ভোক্তারা যদি এসব পণ্যগুলো বয়কট করি তাহলে একসময় এগুলো ঠিক হয়ে যাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ছাড়াও বাংলাদেশে বিভিন্ন উপায়ে অপরাধীদের শাস্তি দেওয়া যায়।
সভাপতির বক্তব্যে এবিএম আবু নোমান বলেন, আমাদের আগামীর প্রজন্ম যারা বিশ্বের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিবেন, তাদের মেধা বিকাশে সুষম খাদ্যের বিকল্প নেই। কিন্তু আমরা যখন কোন কিছু কিনে খাচ্ছি তখন চিন্তা করতে হচ্ছে টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি নাতো? আমাদের নামি-দামি ব্রান্ডের খাবার থেকে শুরু করে স্ট্রিট ফুড সবখানে ভেজাল খাদ্যে ভরে গেছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কিত ভিভিন্ন বিষয় নিয়ে পেপার প্রেজেন্ট করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান এবং আইন অনুষদের সহকারী অধ্যাপক সাইদ আহসান খালিদ। ক্যাবের কার্যক্রম নিয়ে পেপার প্রেজেন্ট করেন কাজী ইকবাল বাহার। সেমিনার সঞ্চালনা করেন আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবরার সালাম।
পূর্ববর্তী নিবন্ধচবিতে অধ্যপক ফারুকের সমার্থনে মানববন্ধন, ভেজালমুক্ত খাদ্যের দাবি
পরবর্তী নিবন্ধসপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন সম্পন্ন