মুকসুদপুরে সততা সংঘের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযেগিতা এবং পুরস্কার বিতরন

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সততা সংঘের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযেগিতা এবং পুরস্কার বিতরন হয়েছে।
সোমবার উপজেলার বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিন ব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা ও নাট্যাভিনয়।
ওই প্রতিষ্ঠানের সততা সংঘের আয়োজনে স্কুলের সকল স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম। অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক হায়দার হোসেন, সহসভাপতি সরদার মজিবুর রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সরদার মজিবুর রহমান জানান দুনীতি দমন কমিশন ফরিদপুর এর অর্থায়নে সারা মুকসুদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের আয়োজনে বিতর্ক, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধদামুড়হুদায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে মারাত্নক আহত যুবক
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ফাউন্ডেশন কোর্স অন ব্যাংকিং উদ্বোধন