পপুলার২৪নিউজ ডেস্ক:
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন মাদ্রাসাশিক্ষক আবুল খায়ের।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাকে সাক্ষ্য ও জেরা করা হবে।
এর আগে বুধবার দশম দিনে আদালতে পূর্বনির্ধারিত নুসরাতের মা শিরীন আখতার ও মাদ্রাসাশিক্ষক আবুল খায়ের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
নুসরাতের মা অসুস্থ হয়ে পড়লে বিচারক আর শিক্ষকের সাক্ষ্যগ্রহণ করেননি। আজ মাদ্রাসাশিক্ষক আবুল খায়েরের সাক্ষ্যগ্রহণ করবেন। এ পর্যন্ত ১২ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালে রাফির মা বারবার কান্নায় ভেঙে পড়েন।
এজলাসে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপিকে দেখে চিৎকার করে কেঁদে ওঠেন তিনি। একপর্যায়ে এজলাসেই জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে ফেনী হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, এ মামলায় ২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর পর তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা, যা শেষ হয় রোববার (৩০ জুন)। সোম ও মঙ্গলবার রাফির বান্ধবী নিশাত সুলতানা ও সহপাঠী নাসরিন সুলতানা ফুর্তির সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।
ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে চার্জ শুনানি ১৭ জুলাই : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন শুনানির জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বুধবার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন নিরাপত্তার অভাবে কাশিমপুর কারাগার থেকে ওসি মোয়াজ্জেমকে আদালতে হাজির করা হয়নি। এ জন্য সাইবার ট্রাইব্যুনালের (বাংলাদেশ) বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন।
অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে রাফির জবানবন্দির ভিডিও প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আছেন ওসি মোয়াজ্জেম।