মুকসুদপুরে গোপালঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

মুকসুদপুরে গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক শাহিদা সুলাতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে ফারুক খান মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী।
বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা।
মতবিনিময় সভার পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মন্ডল, সাংবাদিক কাজী ওহিদ, মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাকী, কহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ে গণ্যমান্য ব্যাক্তি, সাংবাদিক ও সুধী সমাজ।
মতবিনিময় সভা শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত সকলের মাঝে সবজি বীজ বিতরণ করেন।

 

পূর্ববর্তী নিবন্ধছেলে ধরা আতংক ছড়ানোর অভিযোগে ফটিকছড়ির সুয়াবিলে মাওলানা গ্রেফতার 
পরবর্তী নিবন্ধসার গুদাম নির্মাণে ৩১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন