প্রশংসার জোয়ারে ‘আব্বাস’ !

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্র ‘আব্বাস’। মুক্তির প্রথম দিন শুক্রবার (৫ জুলাই) থেকে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, অভিনেত্রী সোহানা সাবা ও সূচনা আজাদ।
এদিকে, গতকাল হল গুলো ঘুরে দেখা গেছে, বাংলাদেশের খেলা থাকলেও সব উপেক্ষা করে সবাই ভীড় জমিয়েছে আশেপাশের সিনেমা হলগুলোতে। দেখা গেছে উপছে পড়া দর্শকদের ভীড়। ঢাকার মধ্যেমধুমিতা, পুনম, পূরবী এশিয়া, সেনা এবং শাহীন -এ সব কটা শোতে হাউজফুল ছিল ও বলাকা এবং ষ্টার সিনেপ্লেক্সও দর্শকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। ঢাকার ভিতরে কিছু হলে টিকিট ব্ল্যাকে বিক্রি হতে দেখেছে অনেকেই।
আব্বাস’ থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে নায়ক নিরব বলেন, ‘ঢাকার বলাকা, মধুমিতা ও জিঞ্জিরা সিনেমা হলে ভক্তদের সাথে সিনেমা দেখতে উপস্থিত হয়েছি। শুক্রবার বাংলাদেশের খেলা ছিল, তবুও মধুমিতা ও জিঞ্জিরা সিনেমা হল ছিল হাউজফুল। মুক্তির প্রথম দিনেই এমন সাড়া দেখে আমি অনেক আনন্দিত।’ ‘আব্বাস’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে নবাগত নায়িকা সূচনা আজাদের।
তিনি বলেন, ‘আমি দর্শকের ভালোলাগা ও প্রতিক্রিয়া দেখে রীতিমত মুগ্ধ হয়েছি। দর্শক ছবির গান সংলাপ ও গল্প দারুণ উপভোগ করছেন। ছবিটি দেখার পাশাপাশি দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে আমি গিয়েছিলাম। ভালো গল্পের ছবি বলতে যা যা দরকার, সবই আছে এই ছবিতে। বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ছবিটি দর্শক গ্রহণ করবে ভালোভাবে।’ ‘আব্বাস’ প্রসঙ্গে হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক নওশাদ উদ্দিন বলেন, ‘ঈদের পর এই সময়ে দর্শক বেশ ভালো ছিল। দর্শক সবসময় ভিন্ন কিছু চায়, সেরকম কিছু হলে দর্শক ঠিকই সিনেমা হলে আসে। গতকাল দর্শক ভাল ছিল, এখনো মোটামুটি ভালো। যারা দেখেছে ছবিটি তারা প্রশংসা করছে।’
মধুমিতার সুপাইভাইজার জাহিদুল ইসলাম বলেন, সব সময় দর্শক ভিন্ন কিছু খুজে, যে গল্পে নিজেকে কল্পনা করবে মনে হচ্ছে আব্বাস তেমন গল্প নিয়ে তৈরি একটি সিনেমা। দর্শক চলচ্চিত্রটির ব্যাপারে খোঁজ নিয়ে আজ হলে ভিড় করেছে। নিরবের লুক আর অ্যাকশন নিয়ে ইতিবাচক কথাও বলছে অনেকে। খলচরিত্রে জয়রাজের অভিনয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন। দর্শক আগ্রহের কথা মাথায় রেখে দর্শকদের আমরাও সেবা দিয়ে যাচ্ছি। এই ছবিটি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
এই ছবিতে আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ, তাসনিয়া, এইস কে স্বাধীন, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ। আব্বাস মুক্তি পেয়েছে যে হলে– ঢাকার ভিতর : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার (যমুনা), মধুমিতা, বলাকা, রাজমনি, সেনা, শাহীন, পুনম, এশিয়া, গীত, মুক্তি, পূরবী। ঢাকার বাইরে: চম্পাকলি (টংগী) বর্ষা (জয়দেবপুর), রানিমহল (ডেমরা), গুলশান (নারায়ণগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানসী (কিশোরগঞ্জ) মাধবী, (মধুপুর) রজনীগন্ধা (চালা), রুপকথা (শেরপুর), আলমাস (চট্টগ্রাম) অভিরুচি (বরিশাল), পুরবী (ময়মনসিংহ ), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা) লিভার্টি (খুলনা), বনলতা (ফরিদপুর) রাজ (কুলিয়ারচর) বিজিবি (সিলেট), হ্যাপি (লক্ষ্মীপুর) মুন (হোমনা) মেহেরপুর তকিজ (মেহেরপুর) ও মহন (হবিগঞ্জ)।

পূর্ববর্তী নিবন্ধদুর্বার গতিতে চলছে নতুন স্পাইডারম্যান
পরবর্তী নিবন্ধমানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে এসবিএসি ব্যাংকের কর্মশালা